Home অর্থনীতি রাশিয়া অধিকৃত এলাকা থেকে গম আমদানি: বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা চায়...

রাশিয়া অধিকৃত এলাকা থেকে গম আমদানি: বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

9
0

রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চল থেকে গম আমদানি করা বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা চায় ইউক্রেন। এ বিষয়ে ঢাকাকে সতর্ক করার পরও আমদানি বন্ধ না হওয়ায় এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কিয়েভ।

দক্ষিণ এশিয়ায় কর্মরত ইউক্রেনের এক কূটনীতিক রয়টার্সকে জানান, দিল্লিতে অবস্থিত ইউক্রেন দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র ও খাদ্য মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। এসব চিঠিতে অভিযোগ করা হয়েছে, রাশিয়া অধিকৃত এলাকা থেকে ‘চুরি করা’ গম রাশিয়ার কাভকাজ বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্দার পলিসচুক বলেন, গমের উৎস রাশিয়া হলেও তাতে ইউক্রেনের অধিকৃত ভূখণ্ডের গম মিশ্রিত রয়েছে। তিনি একে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করে জানান, ইউক্রেন এ তথ্য ইইউর সঙ্গে ভাগাভাগি করে পদক্ষেপ চাইবে।

চিঠিগুলোতে গমবাহী জাহাজগুলোর নাম, রেজিস্ট্রেশন নম্বর, রওনা ও বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের মতে, এসব আমদানির ফলে বাংলাদেশ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মানবিক সংকটের ঝুঁকিতে পড়তে পারে। এমনকি নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও পড়তে পারেন।

বাংলাদেশের এক খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ‘যদি গমের উৎস ইউক্রেনীয় ভূখণ্ড হয়, তবে বাংলাদেশ তা আমদানি করে না।’

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা ২০২৪ সালে তাদের মোট গম উৎপাদনের প্রায় ৩% যোগান দিয়েছে। মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ বৃহত্তম আমদানিকারক দেশ।

রাশিয়ার পক্ষ থেকে গম চুরির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে, এসব এলাকা এখন রাশিয়ার অংশ এবং সেখানকার সম্পদ তাদেরই।