Home প্রধান খবর ইরানের ফর্দো পরমাণু স্থাপনা ‘অনেক আগেই’ খালি করা হয়, ‘প্রবেশপথে ছিল ১৬টি...

ইরানের ফর্দো পরমাণু স্থাপনা ‘অনেক আগেই’ খালি করা হয়, ‘প্রবেশপথে ছিল ১৬টি ট্রাক’

14
0

ইরানের ফর্দো পরমাণু স্থাপনা ‘অনেক আগেই’ খালি করা হয়, ‘প্রবেশপথে ছিল ১৬টি ট্রাক’

তিনটি পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান। রয়টার্সের খবরে বলা হয়, দেশটির কোম এলাকায় পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন, হামলায় ফর্দো পারমাণবিক স্থাপনার ‘মারাত্মক কোনো’ ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে, এমন অনুমান থেকে স্থাপনাটি ‘অনেক আগেই’ খালি করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।

ইরানি নেতাদের এমন ভাষ্যের সত্যতার ইঙ্গিত পাওয়া গেছে। আল–জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ১৯ ও ২০ জুন ফর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে ১৬টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায়। তবে ট্রাকগুলোতে করে কী পরিবহন করা হয়েছে, তা জানা যায়নি।

ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের আণবিক সংস্থা। হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলেও জানিয়েছে সংস্থাটি। তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ। সৌদি আরব এবং কুয়েতও জানিয়েছে, তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here