আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। রাজধানীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ–সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। পরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন থেকে পরীক্ষার দিনগুলোতে এই আদেশ বহাল থাকবে। ডিএমপি কমিশনার তাঁর অর্পিত ক্ষমতাবলে এ গণবিজ্ঞপ্তি জারি করেছেন।’
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা শেষ হবে আগামী ১০ আগস্ট।